banner
lefthomeaboutpastarchiveright

শোক নয় ক্রোধ

শঙ্কর রায়

avijitroy

 মুক্ত মনা ওয়েবসাইটের প্রানপুরুষ ও মার্কিণ যুক্তরাস্ট্রে অনাবাসী বাংলাদেশী প্রযুক্তিবিদ ডঃ পভিজিত রায় ঢাকায় নৃশংসভাবে খুন হয়েছেন। (http://www.thestatesman.com/news/latest-headlines/writer-avijit-roy-hacked-to-death-in-dhaka/50085.htmlhttp://www.banglanews24.com/beta/fullnews/bn/371811.html) -এই মর্মান্তিকসংবাদ আমার মত অসংখ্য  অনেক মানুষকে বিচলিত ও দুঃখবিহ্বল করেছে । বয়সে অনেক ছোট হলেও অভিজিতের কাছে অনেক শিখেছি। এই যে অভ্র সফটওয়ারে লিখছি, তাও অঁর কাছে জানা-শেখা। বিজ্ঞান ও ধর্ম নিয়ে মুক্ত-মনা সংকলনে আমাকে দিয়ে লিখিয়েছিলেন।

অভিজিতের স্ত্রী রফিদা আহমেদ বন্যাকে কি লিখব জানিনা। তিনিও ছুরিকাহত হয়ে আশংকাজনক অবস্থায় আছেন ।

অভিজিতের মতই কৃতবিদ্য পিতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিদ্যার প্রাক্তন ও প্রথিতযশা অধ্যাপক ডঃ অজয় রায়ের মত অভিজিতও ছিলেন আদ্যন্ত নিরীশ্বরবাদী। ডঃ রায়কে সমবেদনা জানাবার মানসিক বা ভাষাগত প্রস্তুতি আমার নেই । তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সমর্থক ছিলেন, আছেনও । তাঁর বাবার বন্ধু ছিলেন প্রসিদ্ধ কমিউনিস্ট কৃষক নেতা শহীদ রূপনারায়ন রায়।

কয়েক বছর আগে অভিজিত শক্তি (energy) নিয়ে গবেষণা করে পি এইচ ডি ডিগ্রি পেয়েছিল মার্কিন মুলুকে

একেবারেই মন ভালো নেই ।

মুক্ত-মনায় আপাতত প্রবেশ করা যাচ্ছেনা। তাই  অভিজিতের যে লেখাটির  লিঙ্ক দিতে চেয়েছিলাম, দিতে পারছিনা।

যে গ্রন্থের জন্য তাঁকে তালিবানী সন্ত্রাসীদের হাতে নিহত হতে হল, তার শিরোনাম- “সমকামিতা: একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান । (https://drmushfique.wordpress.com/2011/06/11/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%83-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A7%8E-%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B6%E0%A7%87/)

গান্ধীজি নিধনের পরে ভারতের কমিউনিস্ট পার্টির বাংলা প্রভাতী দৈনিক স্বাধীনতায় সম্পাদকীয় লিখেছিলেন সোমনাথ লাহিড়ি -শোক নয় ,ক্রোধ । আজ সেই শিরোনাম-ই দিতে হবে

Mar 1, 2015


Your Comment if any